বন্ধ হয়ে থাকা কালিয়াগঞ্জ- বুনিয়াদপুর রেল পথে কাজ শুরু করা সহ একাধিক বিষয়ের উপরে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ রেল স্টেশনের স্টেশন মাস্টার

বন্ধ হয়ে থাকা কালিয়াগঞ্জ- বুনিয়াদপুর রেল পথে কাজ শুরু করা সহ একাধিক বিষয়ের উপরে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ রেল স্টেশনের স্টেশন মাস্টার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

উত্তর দিনাজপুর:- বন্ধ হয়ে থাকা কালিয়াগঞ্জ-বুনিয়াদপুর রেল পথে কাজ শুরু করা সহ একাধিক বিষয়ের উপরে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ রেল স্টেশনের স্টেশন মাস্টারের হাত দিয়ে কাটিহার ডিভিশন ম্যানেজারের কাছে ডেপুটেশন প্রদান করো কালিয়াগঞ্জ-বুনিয়াদপুর রেল প্রকল্পের রুপায়ন ও উন্নয়ন কমেটির। এদিন বেশ কিছু সময় সংগঠনের সদস্যরা স্টেশনে অবস্থান বিক্ষোভ দেখানোর পড়ে ডেপুটেশন প্রদান করে স্টেশন মাস্টার পঙ্কজ কুমারের হাতে।

কালিয়াগঞ্জ- বুনিয়াদপুর বন্ধ থাকা রেল প্রকল্প চালু করা,হাওড়া- রাধিকাপুর এক্সপ্রেসের সময় পরিবর্তন করা,বারসই- রাধিকাপুর রেলপথ বৈদ্যুতিকরণ করা সহ বেশ কিছু দাবি দাওয়া তুলে ধরা হয় তাদের ডেপুটেশন বলে জানান সংগঠনের যুগ্ম সম্পাদক প্রসূন কুমার দাস।পাশাপাশি স্টেশনে থাকা সাধারণ মানুষদের মধ্যে তাদের দাবি দাওয়া সমূহ হ্যান্ডবিল বিলি করেন।এদিন প্রসূন বাবু আরো জানান তারা যে আজকে ডেপুটেশন দিবে সেই কারণে কালিয়াগঞ্জ থেকে বুনিয়াদপুর পর্যন্ত মাইক যোগে প্রচার চালিয়ে ছিলেন।সেই কারণে দুই জন ইচ্ছুক জমি দাতারা রেল প্রকল্প বাস্তব রুপ দিতে স্টেশনে এসে ছিলেন। যেই যায়গা দিয়ে রেল পথ হবে সেখানকার জমিদাতারও জমি দিতে রাজি আছে বোঝা যাচ্ছে।তাই রেল কর্তিপক্ষের উচিত গুরুত্ব দিয়ে এই কাজের জন্য এগিয়ে আসা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top