৪ জুলাই ২০২১: রবিবার দক্ষিণ ফিলিপিন্সে ভেঙে পড়ে একটি মিলিটারি বিমান ।অবতরণের সময়ই ৯২ জন যাত্রীকে নিয়ে ভেঙে পড়ল বিমান । সূত্রের খবর, এখনও অবধি ৪০ জনকে বিমানের ধ্বংসাবশেষের নীচ থেকে উদ্ধার করা হয়েছে। কমপক্ষে ১৭ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।ফিলিপিন্স সেনাবাহিনীর সূত্রে খবর, সুলু প্রদেশের জোলো দ্বীপে অবতরণ করার সময়ই ভেঙে পড়ে সি-১৩০ মিলিটারি বিমানটি।

সেই বিমানে উপস্থিত ছিলেন ৯২ জন। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। ১৫ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে প্রথমে জানান জেনারেল সিরিলিটো সবেজানা। পরে স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, ৪০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এখনও উদ্ধারকার্য চলছে। সম্প্রতি মিলিটারি ট্রেনিংয়ে যাঁরা উত্তীর্ণ হয়েছিল, তাঁদেরই ওই বিমানে করে ক্যাগায়ান ডি ওরো শহর থেকে জোলো দ্বীপে পাঠানো হচ্ছিল। সন্ত্রাসবাদী উপদ্রব দমনের জন্যই ওই দ্বীপে টাস্ক ফোর্স পাঠানো হচ্ছিল। দুর্ঘটনা ঠিক কী কারণে ঘটেছে, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। তবে প্রাথমিক তদন্তে অনুমান, অবতরণের সময় রানওয়ে পেরিয়ে চলে যায় বিমানটি, সেই কারণেই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে।