‘রকি’-এর মধ্যে দিয়ে কামব্যাক করছেন করন জোহর

‘রকি’-এর মধ্যে দিয়ে কামব্যাক করছেন করন জোহর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

৬জুলাই ২০২১: বহুদিন বাদে আবার ক্যামেরার পিছনে কাজ করতে চলেছেন করন জোহর। ‘রকি’ সিনেমার মধ্যে দিয়ে কামব্যাক করছেন তিনি।

https://twitter.com/karanjohar/status/1412336241660497922?s=19

করন জোহরের টুইট থেকে এমনটাই বোঝা গিয়েছে। সেক্ষেত্রে মুখ্য চরিত্রে দেখা যাবে আলিয়া ভাট এবং রণবীর সিং কে। জানা যাচ্ছে, ১৫ বছর পরে অনস্ক্রীনে ফিরতে চলেছেন জয়া বচ্চনও।

https://twitter.com/karanjohar/status/1412330571036987392?s=19

টুইট করে করণ লেখেন, ‘এটা নতুন জার্নির শুরু আর আমার বাড়ি ফেরার রাস্তা। আমার প্রিয় জায়গায় ফেরার সময় হয়েছে।

https://twitter.com/karanjohar/status/1412290196737986563?s=19

ক্যামেরার লেন্সের পিছন থেকে ভালবাসার গল্প তৈরি করার সময় হয়েছে’। তিনি আরও জানান, এই গল্পটা তাঁর কাছে অত্যন্ত স্পেশাল।

পরিবার এবং প্রেমের গল্প।করণ জোহরের কামব্যাক ছবিতে একসঙ্গে দেখা যাবে রণবীর সিং এবং আলিয়া ভাটকে। ছবির নাম ‘রকি অউর রানি’।

https://twitter.com/karanjohar/status/1412282772765384708?s=19

ছবির পোস্টার শেয়ার করেছেন রণবীর এবং আলিয়া দু’জনেই।

শোনা যাচ্ছে করনের ছবির হাত ধরে পর্দায় ১৫ বছর পরে ফিরতে চলেছেন জয়া বচ্চনও।

রণবীর ছবি শেয়ার করে ক্যাপশনে এও জানিয়েছেন আজ দুপুর দুটো নাগাদ গোটা পরিবারের সঙ্গে আলাপ করাবেন।

https://twitter.com/karanjohar/status/1412026347447218176?s=19

২০১৬-এ মুক্তি পেয়েছিল করণ পরিচালিত শেষ ছবি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’।এর পর কামব্যাক এই ছবির ঘোষণার পর থেকে করনের ফ্যানরা যে মুখিয়ে রয়েছেন ছবিটি প্রকাশের অপেক্ষায়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top