৬ই জুলাই, ২০২১:প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পুণ্যাত্মা দলাই লামার সঙ্গে আজ কথা বলেছেন এবং তাঁর ৮৬তম জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন।
Spoke on phone to His Holiness the @DalaiLama to convey greetings on his 86th birthday. We wish him a long and healthy life.
— Narendra Modi (@narendramodi) July 6, 2021
এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “ টেলিফোনে পুণ্যাত্মা @DalaiLamaকে তাঁর ৮৬তম জন্মদিনের শুভেচ্ছা জানালাম। আমরা তাঁর সুস্থ ও দীর্ঘ জীবন কামনা করি।“