উত্তর ২৪পরগণা:- বড়োসড়ো ডাকাতির ছক বানচাল করল গোপালনগর থানার পুলিশ, সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে স্থানীয় হরিশপুর ইটভাটা সংলগ্ন এলাকা থেকে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া ৬ জনকে কে গ্রেপ্তার করে গোপালনগর থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় শাবল , ভোজালি দা এবং ধারালো অস্ত্র। ধৃতদের নাম রশিদ মন্ডল ,সুজন মন্ডল , আবু তাহের তরফদার ,সইফুদ্দিন মন্ডল, লিটোন মন্ডল ও কিতাব আলী মন্ডল। ধৃতদের আজ বনগাঁ পুলিসি হেফাজত আবেদন জানিয়ে বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়।