ভেঙে পড়ল বিমান, বেঁচে নেই বিমানে থাকা কোনো যাত্রীই

ভেঙে পড়ল বিমান, বেঁচে নেই বিমানে থাকা কোনো যাত্রীই

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

৭জুলাই ২০২১:
বিমানের থাকা যাত্রী ও ক্রু মেম্বার-সহ প্রায় ২৮ জনকে নিয়ে ভেঙে পড়ল রাশিয়ার একটি বিমান।এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে রাশিয়ার কামচটকা পেনিনসুলায় । উদ্ধারকাজ শেষে জানানো হয়েছে, বিমানে থাকা প্রত্যেকেরই মৃত্যু হয়েছে দুর্ঘটনায়। পালন এয়ারপোর্টের রানওয়ের ৪-৫ কিলোমিটার দূর থেকে বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছে। পেট্রোপাভলোভস্ক-কামচাটস্কি থেকে যাত্রা শুরু করে পানানার দিকে যাচ্ছিল বিমানটি।রাশিয়ার সাইবেরিয়া এলাকার একে পূর্ব প্রান্তে কামচাটকা পেনিনসুলা।

সেখানেই আজ এই দুর্ঘটনা ঘটে। এন-২৬ নামক বিমানটির খোঁজে তল্লাশি শুরু হয়। জানা গিয়েছে, এয়ারপোর্টে অবতরণের কিছুক্ষণ আগেই বিমানটির সঙ্গে যোগাযোগ বিছিন্ন হয়ে যায়। তখনই তৎপর হয় এয়ার ট্রাফিক কন্ট্রোল। বিমানের ২৮ জনের মধ্যে ৬ বিমানকর্মী ছিলেন বলে জানা গিয়েছে। ছিল দুই শিশুও।এ দিকে বিমানটি কোথায় ভেঙে পড়েছে তা নিয়ে প্রথমটায় স্পষ্ট ধারণা পাওয়া যায়নি। পুরো ঘটনাটি ঘিরে ধোঁয়াশা তৈরি হয়েছিল। দু’টি হেলিকপ্টার এবং একটি উদ্ধারকারী দল বিমানটির খোঁজে তল্লাশি চালায়। ধ্বংসাবশেষ থেকে কাউকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানানো হয়েছে

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top