দমদম:- চেন্নাই থেকে দমদম বিমানবন্দরে এল মুকুল রায় স্ত্রী র কফিন বন্দি মৃতদেহ।ছেলে শুভ্রাংশু চেন্নাই থেকে মা এর মৃতদেহ নিয়ে এলেন কলকাতায়।চেন্নাই থেকে মায়ের মরদেহ নিয়ে বুধবার সকাল ৭-৪০ মিনিট নাগাদ দমদম এয়ারপোর্টে নামেন শুভ্রা্ংশু রায়।

তারপর সোজা মরদেহ নিয়ে শুভ্রাংশু পৌঁছন কাঁচড়াপাড়ার ঘটক রোডের বাসভবনে। মরদেহ আসার অনেক আগে থেকেই বাড়ির সামনে বহু জমায়েত হয়েছিলেন তাদের প্রিয় মানুষ কৃষ্ণা রায়কে একবার দেখার জন্য। কৃষ্ণা দেবীর মরদেহ কাঁচড়াপাড়ায় পৌঁছতেই চোখে জল নেমে আসে প্রতিবেশী থেকে শুরু করে তৃণমূলের নেতা-কর্মীদের। পরোপকারী কৃষ্ণা দেবীকে হারিয়ে শোকে বিহ্বল ঘটক রোডের বাসিন্দারা। মুকুল রায় স্ত্রী প্রয়াণে শ্রদ্ধা জানাতে বাড়িতে আসলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় টলিউড অভিনেতা কৌশিক।