কোলকাতা:- আজ রাজ্য বিধানসভায় পেশ হল ২০২১ সালের বাজেট। তৃতীয়বারের জন্য সরকার ক্ষমতায় আসার পর এই প্রথম বাজেট পেশ করল রাজ্য সরকার। বাজেট পেশ করে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন মমতা। সুর চড়িয়ে তিনি বলেন দেশের অর্থনীতিকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে কেন্দ্রীয় সরকার।রাজ্যকে ৬০ হাজার কোটি টাকা থেকে বঞ্চিত করেছে কেন্দ্র। এখনও ৩৩ হাজার ৩১৪ কোটি টাকা পাই।

এত বঞ্চনার পরও রাজ্যের জিডিপি বেড়েছে।জ্বালানির শুল্কের উপর বিশেষ ছাড়ের কথা ঘোষণা রাজ্য সরকারের।তিনি আরো বলেন, সপ্তাহে চার বার করে পেট্রল-ডিজেলের দাম বাড়ছে। ৩ লক্ষ ৭১ হাজার কোটি টাকা বাংলা থেকেই রোজগার হয়েছে কেন্দ্রের। পরিবহণ ক্ষেত্রেও বিশেষ ছাড় বাজেটে রাজ্য সরকারের , করোনা পরিস্থিতিতে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত মকুব রোড ট্যাক্স।