দমদম:- পারিবারিক বিবাদের জেড়ে ছেলের ওপর গুলি চালালো বাবা। ঘটনাটি ঘটেছে দমদম এয়ারপোর্ট সংলগ্ন নবপল্লী এলাকায়। আজ দুপুরে ঘটনাটি ঘটে। বাবা কলকাতা বিমানবন্দরে সিআইএসএফ জাওয়ান হিসেবে কাজ করত। তার নাম রামভরশ চৌধুরী।

ছেলের নাম অস্বিনী চৌধুরী। বাবা রামভরশ চৌধুরী ছেলে অস্বিনী চৌধুরীকে গুলি করে। যদিও গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় দমদম থানার পুলিশ। পুলিশ পরিবারের সকলকে থানায় নিয়ে গেছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে দমদম থানার পুলিশ।