উত্তর ২৪পরগণা:- দুর্ঘটনায় রাশ টানতে ২০১৬ সালের ৭ ই জুলাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে রাজ্যজুড়ে শুরু হয়েছিল সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি। লাগাতার সেই প্রচার কর্মসূচিতে দুর্ঘটনা কমাতে একগুচ্ছ পদক্ষেপ গ্রহণের ফলে ইতিবাচক সাড়া পেয়েছে রাজ্য পুলিশ।

দুর্ঘটনা কমাতে হেলমেট ব্যবহার, মদ্যপ অবস্থায় গাড়ি না চালানো, ওভার স্পিডিং, ওভারলোডিং না করা ইত্যাদি বিষয়ে সোশ্যাল সাইটে লাগাতার প্রচার চলে। সিসিটিভি ক্যামেরা, ওয়াচ টাওয়ার, স্পিড রেডার গান, বেপরোয়া চালক দের ধরতে নিয়মিত অভিযান সহ একাধিক পদক্ষেপ গ্রহণ করে লাগাতার নজরদারি ও সচেতনতা মূলক প্রচার চালিয়ে সেভ ড্রাইভ সেভ লাইফ এর সফলতা পেয়েছে রাজ্য পুলিশ। বৃহস্পতিবার বারাসাত জেলা পুলিশ ও বারাসাত থানা ও ট্রাফিকগার্ডের পক্ষ থেকে পঞ্চবার্ষিকী সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পালিত হয় বারাসাত চাপাডালি মোড়ে। চাপাডালি মোড়ে সচেতনতার পাশাপাশি পথ চলতি সকল গাড়িতে সেফ ড্রাইভ সেভ লাইফ স্টিকার লাগিয়ে দিলেন কর্মরত ট্রাফিক পুলিশরা। পাশাপাশি করণা সচেতনতায় পথচলতি মানুষদের হতে মাস্ক তুলে দিলেন তারা।