উত্তর ২৪পরগণা:- বারাসাতে আক্রান্ত বিজেপি কর্মীদের দেখতে এলেন বিজেপির রাজ্য নেতা বিশ্বপ্রিয় রায়চৌধুরী। বিজেপির রাজ্য সহ সভাপতি বিশ্বপ্রিয় রায়চৌধুরী এই দিন অভিযোগ করেন রাজ্যের সর্বত্র বিধানসভা ভোটের পর আক্রান্ত হচ্ছে বিজেপি কর্মীরা।সরকার ও পুলিশ নিশ্চুপ।এই আক্রান্ত মহঃআলির অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাঁকে পি জি হাসপাতালে স্থান্তকরণের করা হয়।জানান আক্রান্তের স্ত্রী সেলিমা বিবি।স্ত্রী দাবী ছোট কন্যা সন্তানকে নিয়ে কি ভাবে আগামীদিন চলবে।

এই দিন বিজেপি নেতা বিশ্বপ্রিয় রায়চৌধুরী দাবী করেন তাদের আক্রান্ত কর্মীর চিকিৎসা ও নিরাপত্তার দায়িত্ব নিতে হবে পুলিশকে। ইতিমধ্যে তাঁরা জেলার পুলিশ সুপার কে হাইকোর্টের নির্দেশের কপি পাঠিয়ে দিয়েছেন। রাজীব ব্যানার্জীর ট্যুইটকে গুরুত্ব না দিয়ে বিজেপি নেতা বিশ্বপ্রিয় রায়চৌধুরী দাবী তার দল ব্যক্তি আক্রমণ এ বিশ্বাস করে না।বরং মানুষের কথা ভেবে জাল ভ্যাক্সিন নিয়ে বিজেপি রাজ্যে সোচ্চার হয়েছে। তবে বিজেপির সদস্য হওয়া কিছু মানুষ খারপ কাজে যুক্ত রয়েছে বলে তিনি স্বীকার করেন।সেই সব জালিয়াতিদের পুলিশ ধরলে দল তাদের পাশে নেই বলে জানান তিনি এইদিন।একই সঙ্গে যুব মোর্চার রাজ্য সভাপতির পদ থেকে সৌমত্র খাঁর পদত্যাগ ও বিরোধীদল নেতা শুভেন্দু অধিকারী কে আক্রমণ আবেগ বশত একটি কাজ বলে উল্লেখ করেন তিনি।শুভেন্দু অধিকার কে সৌমিত্র খাঁ এর আক্রমণ কোন ভাবে শৃঙ্খলা ভঙ্গের কাজ নয় বলে দাবী তাঁর।প্রসঙ্গত গত ২৫ জুন রাতে বারাসত নবপল্লীতে আক্রান্ত হন মহঃআলি ও জুলফিকার আলি আক্রান্ত হয়েছিলেন। অভিযোগ ছিল শাসক দলের বিরুদ্ধে। সেই দিনই পুলিশের উদ্যোগে ঘরে ফিরেছিলেন তাঁর।