০৮ জুলাই, ২০২১:প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী হিমাচল প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বীরভদ্র সিং-এর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন।
Shri Virbhadra Singh Ji had a long political career, with rich administrative and legislative experience. He played a pivotal role in Himachal Pradesh and served the people of the state. Saddened by his demise. Condolences to his family and supporters. Om Shanti.
— Narendra Modi (@narendramodi) July 8, 2021
এক ট্যুইটে প্রধানমন্ত্রী বলেছেন, “সুদীর্ঘ রাজনৈতিক জীবনে বীরভদ্র সিংজী’র ছিল প্রশাসনিক ও আইন বিষয়ে গভীর অভিজ্ঞতা। তিনি হিমাচল প্রদেশের জন্য এবং রাজ্যবাসীর কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর
প্রয়াণে দুঃখিত। তাঁর পরিবার ও সমর্থকদের প্রতি আমার সমবেদনা। ওম শান্তি”!