অনুরাগ ঠাকুর কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন

অনুরাগ ঠাকুর কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নয়াদিল্লী,৮ জুলাই, ২০২১: অনুরাগ ঠাকুর আজ কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। এই উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গত ৭ বছর ধরে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছেন। তাই তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে এই লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি যথাযথ দায়িত্ব পালন করবেন বলেও জানান। শ্রী ঠাকুর বলেন, প্রধানমন্ত্রী তাঁর ওপর যে দায়িত্বভার অর্পণ করেছেন তা পালনের জন্য সর্বাত্মক চেষ্টা চালাবেন। এই কাজে এগিয়ে যাওয়ার জন্য তিনি গণ-মাধ্যমের সহযোগিতা একান্তভাবে কামনা করেছেন।


তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব শ্রী অমিত খারে এদিন কেন্দ্রীয় মন্ত্রীকে স্বাগত জানান। বিভিন্ন গণমাধ্যম এবং প্রসার ভারতীর বরিষ্ঠ আধিকারিকদের সঙ্গে আলাপচারিতায় শ্রী ঠাকুর জানিয়েছেন সমস্ত গণমাধ্যমকে সঙ্গে নিয়ে একটি দল হিসেবে কাজ চালিয়ে যাওয়ার প্রয়াস চালানো হবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top