কোলকাতা:- অমিতাভ ব্যাণার্জির গণইস্তফা প্রসঙ্গে আজ দিলীপ ঘোষ বলেন, ইস্তফা দেওয়ার হলে দরজা খোলা আছে।সৌমিত্র খাঁ-র ইস্তফা দেওয়া ও তা আবার ফিরিয়ে নেওয়া প্রসঙ্গে দিলিপ ঘোষ জানান, যুব নেতা তো, তাই এমন কাজ করা খুব স্বাভাবিক। বয়সের সাথে ম্যাচুরিটি না এলে আলাদা ব্যবস্থা নেওয়া হবে, পাগলামির একটা সীমা থাকে। রাজনীতিতে জোকারদের আলাদা গুরুত্ব থাকে।

উত্তরবঙ্গ ভাগ হবে না বলেও আজ জানান দিলীপ ঘোষ।মূল্যবৃদ্ধি, পেট্রোল-ডিজেলের দাম্ব্রিদ্ধি প্রসঙ্গে বলেন, মানুষের কষ্ট হচ্ছে, এটা বেদনাদায়ক। তবে, চেষ্টা করছে সরকার।ভ্যাকসিন প্রসঙ্গে ফিরহাদ হাকিমের মন্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, রাজ্য এখনো কত ভ্যাকসিন দেওয়া হল, কত ভ্যাকসিন এল তার কোন তালিকা করেনি। কোন ভিত্তিতে এই তালিকা হচ্ছে তাও জানায়নি।জুলাই মাসে ৯০ লক্ষ ভ্যাকসিন আসবে বলেও জানান দিলীপ বাবু। তিনি আশা করেন ডিসেম্বরের মধ্যে দেশের সবাই ভ্যাকসিনের দুটো টীকা পেয়ে যাবেন।



















