আসানসোল:- কুলটি থানার চৌরঙ্গী ফাড়ির অন্তর্গত দুনম্বর জাতীয় সড়কে রামপুরমোটর ভেইক্যাল চেকপোস্টের সামনে পথ দুর্ঘটনার খবর পাওয়া গিয়েছে। শনিবার সকালে একটি ধানবাদ থেকে কলকাতাগামী একটি গাড়ি দ্রুতগতিতে আসছিল।

সেই সময় ২৮ বছরের প্রকাশ ঘোষ নামক এক ব্যক্তি বাইকে করে রাস্তা পার হচ্ছিল। তখনি গাড়িটি বাইকে সজোরে ধাক্কা মারে, ঘটনাস্থলে মৃত্যু হয় ওই যুবকের !একই সাথে রামপুর এম ভি আই দপ্তরের পেট্রোলিং টাটাসুমো কে পিছনের থেকে ধাক্কা মারে এবং ওই চারচাকা গাড়িটি এম ভি আই অফিসের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাই !সূত্রের খবর ,বি এম ডব্লিউ চারচাকা গাড়িতে থাকা চার জন অল্পের জন্য রক্ষাপায় !ঘটনাস্থলে কুলটি থানার চৌরাঙ্গীফাঁড়ির পুলিশ এসে ওই যুবকের মৃতদেহ তুলতে গেলে স্থানীয় রা ক্ষতিপূরণের দাবিতে দেহটি তুলতে বাধা দেন !বেশ কিছুক্ষন দেহ রাস্তায় পরে থাকে এর পর পুলিশের আস্বাসে বিক্ষোভ থামানো হয়। দেহটি ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায় !মৃত যুবকের বাড়ি কুলটি থানার লছমনপুর গ্রামে ।



















