সল্টলেক:- সল্টলেকের নাম করা জিম থেকে চুরি। গ্রেফতার হাউসকিপিং স্টাফ। অভিযুক্ত গৌরব হারি নামক এক ব্যক্তিকে গ্রেফতার করলো বিধাননগর উত্তর থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর সল্টলেকের সেক্টর ১ এলাকার একটি জিম থেকে বিধাননগর উত্তর থানায় অভিযোগ জানানো হয় যে তাদের জিমে যেই ব্যক্তিরা আসছেন তাদের ব্যবহৃত জিনিস এবং জিমের বেশকিছু জিনিস চুরি গেছে। সেই তদন্ত শুরু করে বিধাননগর উত্তর থানার পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে জানতে পারে সেই জিমের হাউসকিপিং স্টাফ হিসাবে নিযুক্ত এক ব্যক্তি সেই চুরি করছে। সেই তথ্যের ভিত্তিতে তদন্ত শুরু করে গতকাল নাওভাঙা এলাকা থেকে অভিযুক্ত গৌরব হারিকে গ্রেফতার করে বিধাননগর উত্তর থানার পুলিশ। আজ অভিযুক্তকে বিধাননগর মহকুমা আদালতে তোলা হবে। পুলিশ অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বলে পুলিশ সূত্রে খবর। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বিধানগর উত্তর থানার পুলিশ।



















