নতুন দিল্লি,১০ই জুলাই, ২০২১:দেশজুড়ে টিকাকরণ অভিযানে এ পর্যন্ত ৩৭ কোটি ২১লক্ষ টিকা দেওয়া হয়েছে।গত ২৪ ঘন্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৪২,৭৬৬ জন।ভারতে চিকিৎসাধীন সংক্রমিতের সংখ্যা বর্তমানে ৪,৫৫,০৩৩।মোট সংক্রমিতের মাত্র ১.৪৮% এখন চিকিৎসাধীন।সারা দেশে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২ কোটি ৯৯ লক্ষ ৩৩হাজার ৫৩৮ জন।গত চব্বিশ ঘন্টায় আরোগ্য লাভ করেছেন ৪৫,২৫৪ জন।কোভিড মুক্ত হওয়ার বেড়ে হয়েছে হার ৯৭.২%।

সাপ্তাহিক সংক্রমিতের হার ৫ শতাংশের নিচে রয়েছে, বর্তমানে ২.৩৪%।পরপর ১৯ দিন দৈনিক সংক্রমিতের হার ৩%র কম౼আজ এই হার ২.১৯%।নমুনা পরীক্ষার ক্ষমতা বেড়েছে, মোট নমুনা পরীক্ষা হয়েছে ৪২কোটি ৯০ লক্ষ।



















