উত্তর ২৪পরগণা:- অপরাধীদের আখড়া কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর। আর নিশীথ প্রামানিককে বাঁচাতেই তাঁকে কেন্দ্রীয় স্বরাস্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী করা হয়েছে অভিযোগ সাংসদ কাকলী ঘোষদস্তিদারের।

আজ বারাসত ডাকবাংলো মোড়ে পেট্রো পন্যের মূল্য বৃদ্ধি র প্রতিবাদে বিক্ষোভ সভায় এসে তিনি এই কথা বলেন।তাঁর দাবী নব নিযুক্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী নিশীথ প্রামানিকের বিরুদ্ধে অসংখ্য ফৌজদারি মামলা রয়েছে। রাজ্য আইন মেনে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছিল।কিন্তুু বিজেপি নিশীথ প্রামানিক কে বাঁচাইতে কেন্দ্রীয় মন্ত্রী করে।আর তার জন্য বাংলা থেকে এক মাত্র মহিলা কেন্দ্রীয় মন্ত্রী কেও সরিয়ে দিতে হল প্রশ্ন বারাসাতের সাংসদ তথা রাজ্য মহিলা তৃনমুল কংগ্রেসের সভানেত্রী কাকলী ঘোষদস্তিদারের।এইদিন গার্ডেনরিজ ও এস এস কে এম হাসপাতালে নারী নিগৃহের ঘটনায় প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে সরকার দাবী তাঁর।সারা দেশে অভিন্ন দেওয়ানী বিধি লাগু করা নিয়ে দিল্লী হাইকোর্টের রায়কে নিয়ে নিজেদের অবস্থান পরিস্কার না করলেও এই সাংসদ কাকলী ঘোষদস্তিদার বলেন আদালত কে তারা সম্মান করেন।কিন্তুু কিছু বিষয় আলোচনা পর সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন আছে বলে তাঁর মত।