উত্তর ২৪পরগণা:- বারাসত ডাকবাংলো মোড় ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর একটি অনুষ্ঠানে বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ড।ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।কি ভাবে আগুন লাগে তা জানা না গেলেও শট সার্কিট থেকে আগুন লাগার সন্দেহপ্রকাশ বিল্ডিংয়ের ম্যানেজার থেকে স্থানীয়রা।

ঘটনাস্থল থেকে খুব কাছে বারাসত ফায়ার স্টেশন তাই দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।বারাসত ডাকবাংলো মোড়ে রনিত ভবন নামে এক অনুষ্ঠান বাড়িতে অগ্নিকাণ্ড শর্ট সার্কিট থেকে হয়েছে বলে প্রাথমিক অনুমান।আগুন লাগার সাথে সাথে ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন এসে আগুন সম্পুর্ন নিয়ন্ত্রণে আনে।হতাহতের কোন খবর নেই,তবে বিল্ডিং এর ভিতরে প্রচুর প্লাস্টিকের চেয়ার শহ প্লাস্টিক জাতীয় দ্রব্য থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পরে বলে জানায় কর্তব্যরত দবকল অফিসার।তবে এই বিল্ডিংয়ে ফায়ার সেফটি কিছু নেওয়া হয়েছিল কি না বা কোন অগ্নিনির্বাপক ব্যবস্থা ছিল কি না তা ক্ষতিয়ে দেখা হচ্ছে।ঘটনাটি যখন ঘটে সেই সময় ওই বিল্ডিংয়ের ম্যানেজার উপস্থিত ল ছিলেন,তিনি কিছু পুড়ে যাওয়ার গন্ধ পায়,এবং ধোয়া দেখতে পায়।তারপরে দমকল দপ্তরে খবর দেয়।দমকলের ৩টি ইঞ্জিনের ঘন্টাখানেকের প্রচেষ্টায় আগুন সম্পুর্ন নিয়ন্ত্রণে আসে।গোট ঘটনা কিভাবে ঘটলো তা ক্ষতিয়ে দেখছে দমকল দপ্তর ও বারাসত থানার পুলিশ।