উত্তর ২৪পরগণা:- গতকাল রাতে পানিহাটি পৌরসভার অন্তর্গত ১৩ নম্বর ওয়ার্ডের সোদপুর ধানকল মোড়ের বি.টি.রোডের উপর তৃণমূল পার্টি অফিস কে লক্ষ করে।সেই সময় ওই তৃণমূলের দলীয় কার্যালয়ে তৃণমূলের দলীয় কর্মীদের সঙ্গে উপস্থিত ছিলেন পানিহাটি পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বিদায়ী পৌরোপিতা জয়ন্ত দাস। সে সময় দুটি বাইকে করে জনা ছয়েক দুষ্কৃতী এসে আচমকাই বোমা ছোড়া শুরু করে।

বোমার আঘাতে কেউ আহত না হলেও তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে অঞ্চল জুড়ে । ঘটনাস্থলে খড়দহ থানার বিশাল পুলিশবাহিনী, খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ । তৃণমূল কর্মী দীপঙ্কর দাস এর অভিযোগ পৌরপিতা কে লক্ষ্য করে পরপর চারটি বোমা ছোড়ে দুষ্কৃতীরা, তার মধ্যে তিনটি বোমা ফেটেছে, তবে ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত তা এখনও স্পষ্ট করতে পারেনি পুলিশ, ঘটনার তদন্তে খড়দহ থানার পুলিশ ।