উত্তর ২৪পরগণা:- ভাটপাড়া থানার ১৩ নম্বর ওয়ার্ডের বারুইপাড়া মোহিনী হোটেলের সামনে রাস্তার ওপর দুষ্কৃতীদের বোমাবাজি। মঙ্গলবার সকাল বেলায় আচমকা বোমাবাজির জেরে আতঙ্কে বাসিন্দারা।

বোমার স্প্রিন্টারে রাস্তার ওপর দাঁড়িয়ে থাকায় একটি ট্রাকের কাঁচ ভেঙে গিয়েছে। ঘটনাস্থল থেকে ঢিল ছোড়া দূরত্বে আদর্শ বিদ্যাপীঠ স্কুলে পুলিশ ক্যাম্প থাকা সত্ত্বেও, দিনে দুপুরে বোমাবাজির ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় মানুষজন। ঘটনার তদন্তে ভাটপাড়া থানার পুলিশ।