করনার পাশাপাশি তীব্র গরমও হতে পারে টোকিও গেমস এ বড় বাধা

করনার পাশাপাশি তীব্র গরমও হতে পারে টোকিও গেমস এ বড় বাধা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

১৩ জুলাই ২০২১:করনার পাশাপাশি তীব্র গরমও হতে পারে টোকিও গেমস এ বড় বাধা। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞবিদরা।কারণ টোকিও অলিম্পিক চলাকালীন জাপানে তীব্র গরম আবহাওয়া হতে চলেছে। আগে থেকেই সতর্কবার্তা জারি করছে বিশেষজ্ঞরা। করোনার পাশাপাশি সেখানকার আগুনের মতো চরম গরমও চোখ রাঙাচ্ছে টোকিও গেমসে।

রীতিমতো আর্দ্রতা, উত্তপ্ত আবহাওয়া ও করোনার জন্য মুখে মাস্ক সব মিলিয়ে হিটস্ট্রোক হওয়ারও একটা সম্ভাবনা রয়েছে, বলছেন বিশেষজ্ঞরা।করোনার কারণে টোকিও অলিম্পিক পিছিয়ে যাওয়ার আগে থেকেই আয়োজকদের কাছে সেখানকার অতিরিক্ত গরম আবহাওয়ার বিষয়টি যথেষ্ট চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল। যদিও টোকিওর থেকে বেশি আর্দ্র ও উত্তপ্ত জায়গায় আগে গেমস অনুষ্ঠিত হয়েছে। ম্যারাথন ও অন্যান্য দৌড় প্রতিযোগিতাগুলি টোকিও থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করতে বাধ্য হয়েছে আয়োজকরা।তাহলে কি এবারও সেই পথ বেছে নিতে হবে? টোকিওর মেডিক্যাল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান হারুও ওজাকি বলেছেন, “জুলাই ও অগস্টের মধ্যে গেমস অনুষ্ঠিত হওয়া করোনা মহামারির আগে থেকেই একটা গুরুতর সমস্যা ছিল। ট্রাইথ্যালন বিচ ভলিবলের মতো বেশ কয়েকটি ইভেন্টে এখনও হিটস্ট্রোক হওয়ার সম্ভাবনা রয়েছে।”

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top