দমদম:- সকাল ৬টার বিমানে ১০ দিনের দিল্লি সফরের উদ্দেশে রওনা দিলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। সংসদীয় টিমের সাথে তার কাশ্মীর যাওয়ার কথাও রয়েছে। কলকাতা বিমানবন্দরে তিনি জানান লম্বা ছুটি কাটাতেই তিনি যাচ্ছেন। একেবারে সাংসদ অধিবেশন সেরে ফিরবেন। কলকাতা বিমানবন্দরে তিনি বলেন— ভাটপাড়া সহ পুরো ব্যারাকপুর এলাকা উপদ্রুত হয়ে গিয়েছে। অর্জুন সিং যবে থেকে বিজেপি জয়েন করেছে তবে থেকে তাকে টার্গেট করা হচ্ছে। তাকে ভয় ও আতঙ্কের মধ্যে রাখা হচ্ছে। তার লোকজনদেরকেও টার্গেট করা হচ্ছে। ব্যারাকপুরে অর্জুন সিং কে যাতে ডিস্টার্ব করা যায় সেইকারণে পুলিশ অফিসারও নিয়োগ করা হয়।

বর্ধমানের গতকালের ঘটনা প্রসঙ্গে জানান কিছু লোক পার্টিকে ডিস্টার্ব করছে। প্রয়োজনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যারা সাপোর্ট করছে তাদের বিরুদ্ধেও ব্যাবস্থা নেওয়া হবে।বিধানসভার কমিটিগুলি থেকে বিজেপি বিধায়কদের পদত্যাগ সম্পর্কে তার বক্তব্য আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সরকার যেভাবে চলছে এছাড়া রাস্তা ছিল না।