নিউটাউন:- অভিনভ কায়দায় বাইক ছিনতাই।গ্রেফতার ছিনতাইবাজ।নাম সুদীপ্ত সরকার ।বাড়ি হাতিয়ারা এলাকায়।গ্রেফতার করলো নিউটাউন থানার পুলিশ।চাকরি দেওয়ার নাম করে ডেকে বাইক নিয়ে চম্পট দুস্কৃতির।

পুলিশ সূত্রে খবর,এই দুষ্কৃতী ওয়েবসাইট খুলে চাকরি আছে বলে বিজ্ঞাপন দেয়।সেই বিজ্ঞাপন দেখে সুদীপ্ত মন্ডল বরাহনগর এর বাসিন্দা যোগাযোগ করে।সেই মত তাকে নিউটাউন বিশ্ববাংলা কনভেনশন সেন্টারের সামনে আসতে বলা হয় ।১০/৬/২১ তারিখ বিকেলে যখন কনভেনশন সেন্টারের সামনে এসে তখন তাকে ওই দুষ্কৃতী বলে এই গেটে নয় পিছন গেটে চলুন।বাইক এখানেই থাক।সেই মত পিছন গেটে যাওয়ার পর কিছুক্ষন পরে বলা হয় বাইক ওখানে রাখা যাবে না।সরাতে হবে।সেই মত অভিযোগকারীর কাছ থেকে বাইকের চাবি চায় দুষ্কৃতী।সেই বাইক আনতে যাওয়ার নাম করে দুষ্কৃতী বাইক নিয়ে চম্পট দেয়।দুদিন বাইকের খোঁজে এলাকায় ঘুরে না পেয়ে অবশেষে গতকাল নিউটাউন থানায় অভিযোগ করে।সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার অভিযুক্ত সুদীপ্ত সরকার ।নিউটাউন হাতিয়ারার বাসিন্দা।