১৫ জুলাই ২০২১: বলিউডে নিজের জায়গা পক্ত করে নেওয়ার পর এবার প্রযোজক হাউস খুলে ফেললেন তাপসী পান্নু। নাম, আউটসাইডার্স ফিল্মস। তাপসীর নতুন ভেঞ্চারে তাঁর সঙ্গী প্রাঞ্জল খান্দিদিয়া। প্রোডিওসার এবং কনটেন্ট ক্রিয়েটর হিসেবে প্রাঞ্জলের ঝুলিতে ২০ বছরের অভিজ্ঞতা, কাজেই আউটসাইডার্স কাজ যে অন্যরকম হবে তা নিয়ে কোনও সন্দেহই নেই।

বলিউডের ‘সুপার থার্টি’, ‘এইট্টি থ্রি’, ‘পিকু’ সহ বেশ কিছু ছবির প্রোডাকশনের সঙ্গে যুক্ত ছিলেন প্রাঞ্জল।দীর্ঘ এগারো বছরের কেরিয়ারে ইন্ডাস্ট্রি এবং দর্শক উভয়ই তাপসীকে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন, রীতিমতো স্বীকৃতি পেয়েছেন তিনি। এবার সেই ভালবাসাই ফিরিয়ে দেওয়ার পালা তাঁর, প্রোডাকশন হাউজ সম্পর্কে এমনটাই বলছেন তাপসী। ক্যামেরার সামনে এবং পিছনে নতুন ট্যালেন্টদের নিয়ে কাজ করতে আগ্রহী তাপসী এবং প্রাঞ্জল দুজনই। নন-ফিল্মি ব্যাকগ্রাউন্ট থেকে অভিনয় জগতে এসেছিলেন তাপসী । এবার নন-ফিল্মি ব্যাকগ্রাউন্ড থেকে আসা অন্যদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে চান প্রোডিওসার তাপসী।