কোলকাতা:- কোনো সাংবিধানিক বডির উপরে তৃণমূল কংগ্রেসের ভরসা নেই। তৃণমূল কংগ্রেস গণতন্ত্রে বিশ্বাস করে না। ১৫ রিপোর্ট আমরা এখনো পড়ে দেখিনি। এটা দূর্ভাগ্য পশ্চিমবঙ্গের, বাংলা ও বাঙালির লজ্জা। কারণ যাদের নাম বলা হচ্ছে তারা ভিন্ন দলের হতে পারে ন। তবে আমরা প্রত্যেকেই রাজনৈতিক কর্মী। কোন রাজনৈতিক কর্মীর আচরণের জন্য, কোনো নিরপেক্ষ সংস্থা একথা বলে থাকে, তাহলে ভাবতে হবে পশ্চিমবঙ্গের মানুষ কাদের নিয়ে রয়েছে।

উনি তো বলেই চলেছেন, ওনার তো বলার কোনো শেষ নেই।সমস্ত কিছুই তো পক্ষপাত দুষ্ট। কেননা সংবাদ মাধ্যম থেকে যা জেনেছি,এই রিপোর্ট এ যা উঠে এসেছে এটা পশ্চিম বঙ্গের পূর্ণ অবস্থা নোয় ,একটি অংশ মাত্র। প্রকৃত অবস্থা এর থেকে আরও ভয়াবহ। এটাতো আমাদের আগে থেকেই বক্তব্য ছিল। উনি তো কারোর উপরে কোনো আস্থা রাখেন না।কোন ঘটনার সঠিক চিত্র যদি কোন রিপোর্টের মাধ্যমে প্রকাশিত হয় সেটা তৃণমূল কংগ্রেসের কাছে পক্ষপাত দুষ্ট হবেই।
আমরা কোন অবস্থাতে নির্বাচনের জন্য অপ্রস্তুত নই।যেকোনো দিন নির্বাচন হলে, বিজেপি চোখে চোখ রেখে লড়াই করবে মানুষের ওপরে আস্থা রেখে। আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। যারা এতদিন ধরে পৌরসভার নির্বাচন গুলোকে করতে দেয়নি। তাদেরকে নীতিগত কোন অধিকার রয়েছে এই মুহূর্তে নির্বাচন করা ।