প্রয়াত বালিকা বধু ধারাবাহিকে অভিনীত ‘দাদিসা’

প্রয়াত বালিকা বধু ধারাবাহিকে অভিনীত ‘দাদিসা’

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

১৬জুলাই ২০২১: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত বালিকা বধু ধারাবাহিকে অভিনীত ‘দাদিসা’ ।মৃত্যুকালীন অভিনেতা সুরেখা শিকরির বয়স হয়েছিল ৭৫ বছর। পরিবার সূত্রে খবর, বেশ কিছু মাস ধরেই অসুস্থ ছিলেন অভিনেত্রী। ২০২০ সালে একবার মস্তিষ্কে স্ট্রোকও হয়।


সংবাদমাধ্যমকে অভিনেতার ম্যানেজার জানিয়েছেন, এ দিন সকালেই মৃত্যু হয়েছে তাঁর। ব্রেন স্ট্রোক হওয়ার পর থেকেই নানা সমস্যায় ভুগছিলেন তিনি। শেষ দিন পর্যন্ত পরিবার তাঁর পাশে ছিল। পরিবারের সবাই ভীষণ ভেঙে পড়েছেন।১৯৪৫ সালে উত্তরপ্রদেশে জন্ম সুরেখা সিক্রির। তাঁর সৎ-বোন মানারা পারভিন মুরাদ নাসিরউদ্দিন শাহর প্রাক্তন স্ত্রী। ছোটবেলা কেটেছেন আলমোড়া এবং নৈনিতালের। পড়াশোনা করেছেন ন্যাশেনাল স্কুল অব ড্রামা থেকে। ১৯৮৯ সালে পেয়েছে সঙ্গীত নাটিক অ্যাকাদেমি পুরস্কারও। বাবা ছিলেন ভারতীয় বায়ুসেনা বাহিনীতে মা ছিলেন শিক্ষক।১৯৭৮ সালে কিসসা কুরসিকা ছবি দিয়ে বলিউডে পা রাখেন সুরেখা। সহ অভিনেতা হিসেবে তিন বার জাতীয় পুরস্কার জিতেছেন তিনি। এর মধ্যে রয়েছে ১৯৮৮ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘রোলস ইন তামাস’, ১৯৯৫ সালের ছবি ‘মাম্মো’ এবং ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘বাধাই হো।’। কাজ করেছেন ছোট পর্দাতেও। বালিকা বধু ধারাবাহিকে তাঁর অভিনীত ‘দাদিসা’ চরিত্রটি আজও সবার মনে উজ্জ্বল। তাঁর মৃত্যুতে শোকের ছায়া বলিউডে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top