কোলকাতা:- রাজ্যের শাসকদল শহীদ দিবসের নামে প্রতারনা করছে বলে বিজেপি অভিযোগ করেছে। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, শাসকদলের শহীদের প্রতি প্রকৃত শ্রদ্ধা থাকলে এতজন বিজেপি কর্মীকে হত্যা করতো না। শহীদ দিবসে যে শহীদদের শ্রদ্ধা জানানো হয়, তারা তৃণমূল কংগ্রেস নয়, কংগ্রেস কর্মী ছিলেন। তাই মৃত ব্যক্তিদেরও লুঠ করা হয়েছে। যে আধিকারিক কংগ্রেস কর্মীদের ওপর গুলি চালানোর নির্দেশ দেন, পরে তিনি তৃণমূল কংগ্রেস সরকারের মন্ত্রী হয়েছিলেন বলে তার আরও অভিযোগ। শ্রী সিনহা জানান, গতবছর শহীদ দিবস পালনে শাসকদল শহীদদের কোন স্মৃতিচারণা এবং তাদের প্রতি শ্রদ্ধা জানায়নি। তাই শহীদ দিবসের নামে রাজনৈতিক কর্মকাণ্ড পালন করা হচ্ছে বলে তিনি মনে করেন।

এদিকে রাহুল বাবু ২১শে জুলাইয়ের শহীদ দিবস ভার্চুয়ালি পালন করার কারণ স্পষ্ট করার দাবি জানিয়েছেন। তিনি বলেন, করোনার কারণে শহীদ দিবস ভার্চুয়ালি পালন করা হলে রাজ্যে সমাবেশ করার পরিস্থিতি নেই বলে রাজ্য সরকার কার্যত স্বীকার করে নিচ্ছে।তবে এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী উপনির্বাচন চাইছেন কেন তিনি সে বিষয়ে প্রশ্ন তোলেন।