মেগা হলেও খুব বেশিদিন ধরে চলল না এই ধারাবাহিকের সফর। তবে শুরু থেকেই কর্ণ ও রাধিকা সকলের মন জয় করে নিয়েছিলেন। ক্রুশলকে এর আগে বহু ধারাবাহিকে পেয়েছে দর্শকরেরা, কয়েকদিনের মধ্যেই স্বস্তিকাও তাঁর নয়া স্টাইল স্টেটমেন্ট দিয়ে সকলের মন জয়ে করে নেন। তবে খুব বেশিদিন ঠাঁই হল না এই ধারাবাহিকের দর্শকের ড্রাইং রুমে।
কি করে বলবো তোমায় ধারাবাহিক এবার শেষ হতে চলল। সদ্য তাঁর শেষ পর্বের শ্যুট হতেই মন খারাপ সেটের সকলের। রাধিকা ও কর্ণের মিলবে না কলটাইম। আর সেই আবেগঘন পোস্টই পরতে-পরতে ধরা দিল নেটপাড়ায়। দর্শকদেরও মন ভার। প্রথম থেকে এই ধারাবাহিক রোম্যান্সে ঝড় তুললেও একটা সময়ের পর তা ফিকে হতে শুরু করে। সদ্য নেট দুনিয়ায় ভাইরাল হয় একটাই খবর, অন্তঃসত্ত্বা রাধিকা। যা ঘিরে ছিল জল্পনা তুঙ্গে।
না বাস্তবে স্বস্তিকা অন্তঃসত্ত্বা নয়, চিত্রনাট্যের হাত ধরে বাবা হতে চলেছেন কর্ণ। সেই আমেজেই এখন ধারাবাহিকে খুশির জোয়ার। ৬ অগাস্ট শেষ হচ্ছে এই সফর।