লিপস্টিকের স্টক শেষ, এবার নিমেশে বানিয়ে ফেলুন তা বাড়িতেই

লিপস্টিকের স্টক শেষ, এবার নিমেশে বানিয়ে ফেলুন তা বাড়িতেই

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিউজ ডেস্ক , ২৬ জুলাই ২০২১: মহিলাদের সাজের আকর্ষণীয় একটি লুক দিয়ে দেয় লিপস্টিক। জাস্ট হালকা সাজের মধ্যেও যদি আপনি নজর কাড়ার মতন একটি লিপস্টিক লাগান তাহলে আর কিছুই সাজতে প্রয়োজন হয় না।

কিন্তু , আপনি ভাবুন একবার, পার্টিতে বা কোথাও যাওয়ার জন্য তৈরী হচ্ছেন, তখনই সাজতে গিয়ে দেখলেন আপনার ব্যবহার করা লিপস্টিকটি শেষ হয়ে গিয়েছে , তখন কি করবেন ? নিশ্চই মন ভেঙে যাবে ! ভাববেন এবার কি করবেন , সাজ টাতো এক্কেবারে মাটি হয়ে যাবে। তবে , চিন্তা নেই। এই রকম সময় আপনি বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন লিপস্টিক। কি করে , জেনে নিন চটপট।

লিপিস্টিক বানানোর জন্য কি কি উপকরণ লাগবে জেনে নিন ,
প্রথমে প্রয়োজন এক চামুচ কার্নুবা মোম, এক চামুচ চালের মোম , এক চামুচ ক্যান্ডেলিল্লা মোম। এবার প্রয়োজন তিন চামুচ শিয়া বাটার , ২ চামুচ ক্যাস্টর অয়েল , এছাড়াও লাগবে এক চামুচ ক্যামেলিয়া সিড অয়েল , এক চামুচ যেকোনো প্রাকৃতিক রং সিলিকন মোল্ড এবং লিপস্টিক টিউব।

এবার বাড়িতে তো নিয়ে আসলেন এই সমস্ত উপকরণ , কিন্তু এবার লিপস্টিক বাবানেব কি করে জেনে নিন।

প্রথমে যেকোনো মাপের একটি পাত্র নিন , মাঝারি ধরণের নেওয়া ভালো। এবার ভালো করে পাত্রটিকে গরম করুন। এবার ওই গরম পাত্রে দিন মোম , শিয়া বাটার এবং তেল। যে রঙের লিপস্টিক তৈরী করবেন সেই রঙের প্রাকৃতিক রং বেছে নিন। এবং মিশ্রণটির সঙ্গে মিশিয়ে নিন। এবার আপনার কাছে যে খালি লিপস্টিকের মোল্ড রয়েছে , সেই মোল্ডে মিশ্রণটি ঢেলে দিন। মাত্র ১৫ মিনিট অপেক্ষা করুন। ব্যাস , দেখবেন প্রাকৃতিক উপায় তৈরী হয়ে গিয়েছে আপনার আকর্ষণীয় লিপস্টিক।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top