দুটি স্টোরেজ কনফিগারেশনে ভারতের বাজারে লঞ্চ করলো রেডমি নোট ১০টি ৫জি স্মার্টফোন। ইতিমধ্যেই ফোনটির সেল শুরু হয়ে গেছে। ই-কমার্স সংস্থা অ্যামাজন ছারাও এবং বিভিন্ন অফলাইন স্টোরে ফোনটি পাওয়া যাচ্ছে। আপাতত ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ এবং ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজের ভ্যারিয়েন্টে ভারতের বাজারে লঞ্চ করেছে এই স্মার্টফোনটি।
রেডমি নোট ১০টি ৫জি স্মার্টফোনের ফিচার
১. এই ফোনটি পরিচালিত হবে অ্যানড্রয়েড ১১ এবং MIUI-এর মাধ্যমে। এই ফোনে রয়েছে ৬.৫ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে। যার রিফ্রেশ রেট ৯০Hz।
২. এই ফোনের পিছন দিকে রয়েছে মোট ৩ টি ক্যামেরা। তার মধ্যে একটি ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর, একটি ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর এবং একটি ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসর। এছাড়াও ফ্রন্টে রয়েছে ৮ মেগাপিক্সেলের একটি সেলফি শুটার।
৩. এই ফোনের ব্যাটারি ৫০০০mAh। তার সঙ্গে রয়েছে ১৮ ওয়াটের ফাস্ট চাজিং সাপোর্ট।
৪. রেডমি নোট ১০টি ৫জি ফোনের ব্লুটুথ ভারসান হলো ৫.১। এর পাশাপাশি এই ফোনে রয়েছে একটি টাইপ সি ইউএসবি পোর্ট, এনএফসি এবং একটি ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক।
রেডমি নোট ১০টি ৫জি স্মার্টফোনের রং
ভারতের বাজারে রেডমি নোট ১০টি ৫জি ফোনটি মোট ৪ টে রং-এ লঞ্চ হয়েছে। একটি ক্রোমিয়াম হোয়াইট, একটি গ্রাফাইট ব্ল্যাক। একটি মেটালিক ব্লু এবং একটি মিন্ট গ্রিন।
রেডমি নোট ১০টি ৫জি স্মার্টফোনের দাম
এই ফোনের ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম করা হয়েছে ১৩,৯৯৯ টাকা। অন্যদিকে ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম করা হয়েছে ১৫,৯৯৯ টাকা।