নিজস্ব সংবাদদাতা , ৩০ জুলাই ২০২১: নিম্নচাপের জেরে বুধবার থেকে যে বৃষ্টি শুরু হয়েছে তা চলবে শুক্রবার পর্যন্ত। এমনটাই হাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে। যদিও বৃহস্পতিবারের বৃষ্টির পরেই কলকাতা সহ দক্ষিণ বঙ্গের একাধিক এলাকা প্রায় জলডুবি অবস্থায় চলে গিয়েছে। নাজেহাল হয়ে পড়েছেন সাধারণ মানুষ। কোথাও এক হাটু জল , কোথাও বাস ডুবে গিয়েছে জলে আবার কোথাও ঘরের চাল ভেঙে পড়েছে বৃষ্টির জেরে।
যদিও এই বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত। বর্তমানে নিম্নচাপ গাঙ্গেয় পচিমবঙ্গের পচিম বর্ধমান এবং বীরভূমে রয়েছে। এই নম্ন্চাপ ঝাড়খন্ড হয়ে দক্ষিণ বিহার এবং উত্তরপ্রদেশের দক্ষিণ অংশে পৌঁছাবে । এর জেরেই পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় শুক্রবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে।
অতি ভারী বৃষ্টি হতে পারে, ২৫ সেন্টিমিটার বেগে পাঁশকুড়ার একাধিক জায়গায়। হাওড়া উলুবেড়িয়া , দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার বৃষ্টি হতে পাকড়ে ২২ সেন্টিমিটার বেগে । এছাড়াও অতি ভারী বৃষ্টির সংকেত দেওয়া হয়েছে ঘাটাল , বীরভূমের দেবগ্রামেও। একইসঙ্গে বাহারি বৃষ্টির সংকেত দেওয়া হয়েছে বাঁকুড়া,পূর্ব বর্ধমান , হাওড়া আমতা , হাওড়া ডোমজুড়, মেদিনীপুর, হুগলি , মেমারি, সহ উত্তর ২৪ পরগনার একাধিক এলাকার পাশাপাশি কলকাতার সল্টলেক এবং আলিপুরেও ভারী বৃষ্টির সম্ভবনার কথা জানানো হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। একইসঙ্গে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পঙ এও ভারী বৃষ্টি হবে বলে জানানো হয়েছে।
একইসঙ্গে হালকা বৃষ্টির সম্ভবনা জারি করা হয়েছে নদীয়া , খড়্গপুর , মোহনপুর , আসানসোল , কাটোয়া , মেদিনীপুরের একাংশ এলাকায় , বর্ধমানের একাধিক এলাকা সহ দুর্গাপুর , কৃষ্ণনগর এবং দক্ষিণ ২৪ পরগনার একাধিক এলাকায় হালকা থেকে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সুতরাং এখনই স্বস্তি মিলছে না বঙ্গবাসীর।