চুলের যত্নে অবহেলা! ঘরোয়া উপায় এবার সমস্যার সহজ সমাধান

চুলের যত্নে অবহেলা! ঘরোয়া উপায় এবার সমস্যার সহজ সমাধান

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
hair care

hair care

 

বর্ষাকাল মানেই চুলের নানান সমস্যা। স্বাভাবিকের চেয়ে বেশি পরিমাণে চুল পরে এই সময়ে। কিন্তু এই চুল পড়ার সঠিক কারণ কি তা জানাটাও অত্যন্ত জরুরি। চুলের যত্নে কোনও অবহেলা একেবারেই কাম্য নয়। সমস্যা অনুযায়ী চুলের যত্ন নেওয়া প্রয়োজনীয়।

চুলের সমস্যা বিভিন্ন কারণে হতে পারে, যেমন হজমের গোলমাল, পরিমাণের চেয়ে জল কম খাওয়া। আবার চুলের নিত্যনতুন ট্রিটমেন্ট এও হতে পারে চুলের ক্ষতি, কেরাটিন ট্রিটমেন্ট, চুল রঙ করা, স্ট্রেট, কার্ল করা এবং আরও নান ট্রিটমেন্ট। তবে এর থেকে বাঁচার উপায়ও রয়েছে। জেনে নিন কি কি সেই উপায়।

১) চুলের যত্নে তেল মালিশ এর কোনও বিকল্প নেই। নিয়মিত তেল মালিশ বা সপ্তাহে ৩-৪ দিন তেল মালিশ করলে চুল বাঁচতে পারে।

২) সালফেট ছাড়া শ্যাম্পু ব্যবহার করতে হবে।

৩) কন্ডিশনার ব্যবহার করতে হবে শ্যাম্পুর পরে। যদিও পরিমাণের চেয়ে বেশি কন্ডিশনার লাগাতে চুল পড়া বাড়তে পারে।

৪) চুলের অতিরিক্ত যত্ন নিতে হবে। বারবার চুল আঁচরানো, ধুলো বালি এড়িয়ে চলা বা স্ক্রাফ ব্যবহার করা, রাতে ঘুমোতে যাওয়ার আগে বিনুনি করা এগুলি অবশ্যই মাথায় রাখতে হবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top