নিউজ ডেস্ক, ১ অগাস্ট ২০২১: করোনা আবহেই শুরু হয়েছে টোকিও অলিম্পিক। সারা বিশ্বের শ্রেষ্ঠ ক্রীড়াবিদরা অংশ নিয়েছেন এই প্রতিযোগিতায়। তবে এই বছরের অলিম্পিক যেন বিতর্কের পিছু ছাড়ছে না।
এর আগে ডোপ নিয়ে শুরু হয়েছিল বিতর্ক। এবার শুরু হল করোনা নিয়ে। গেমস ভিলেজ কাজ করা ঠিকাকর্মী এবনভ স্বেচ্ছাসেবকদের বিস্ফোরক মন্তব্য, যারা সেখানে কাজ করছেন তাদের মধ্যে কাউকেই আর টি পি সি আর টেস্ট করা হয়নি। অর্থাৎ অলিম্পিকের ময়দানে সে যকল স্বেচ্ছাসেবক বা ঠিকাকর্মীরা কাজ করছেন তারা আদতে করোনা মুক্ত কিনা সেই বিষয় স্পষ্ট নয়। এমটাই অভিযোগ উঠে এসেছে।
করোনা মহামারী নিয়ে সারা বিশ্ব জুচ্ছে। এর মধ্যেই শুরু হয়েছে অলিম্পিকের মতন প্রতিযোগিতা। এখনো পর্যন্ত করোনা মুক্ত হয় নি জাপান। এমতবস্থায়, কিভাবে ঠিকাকর্মী, স্বেচ্ছাসেবক দের করোনা পরীক্ষা ছাড়াই কাজ করানো হচ্ছে সেই নিয়ে উঠছে প্রশ্ন। বার বার করোনা পরীক্ষা করানোর কথা বলা হলেও কর্তৃপক্ষ এই বিষয় কোনোভাবেই কর্ণপাত করে নি বলেই অভিযোগ তুলেছেন স্বেচ্ছাসেবকরা।