জলের তলায় রেলপট্টি, বাতিল একাধিক দূরপাল্লার ট্রেন

জলের তলায় রেলপট্টি, বাতিল একাধিক দূরপাল্লার ট্রেন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
train

গত কয়েকদিনে নিম্নচাপের প্রকোপে জলমগ্ন গোটা বঙ্গ। শহর কলকাতা থেকে শুরু করে বিভিন্ন জেলার জলছবি প্রায় একই। জমা জলের কারণে বিগত ২ থেকে ৩ দিন ধরে বাতিল হয়েছে বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন। রবিবারও সেই চিত্রের বিকল্প দেখা গেল না।

জমা জলের কারণে আবারও বাতিল রবিবারের একাধিক দূরপাল্লার গাড়ি। অতিভারী বৃষ্টির কারণে জলমগ্ন একাধিক জেলা। বিধ্বস্ত অবস্থা নালা-নর্দমার, জল পাস হাওয়ার জায়গা নেই অনেক ক্ষেত্রেই। অনেক এলাকায় পাম্প চালিয়েও ঠিক করা যায়নি শহর কলকাতার বেহাল অবস্থা। কলকাতা থেকে শুরু করে হাওড়া সংলগ্ন বিস্তীর্ণ এলাকায় এখনও জল জমে।

হাওড়া স্টেশন লাগোয়া অঞ্চলে জলের পরিমাণ বেশি হাওয়ায় বাতিল হতেছে বেশির ভাগই দূরপাল্লার গাড়ি। জলে জমা রেললাইনের ফলে ব্যাহত ট্রেন পরিষেবা। নিম্নচাপ কাটলেও জমা জল কতদিনে পাস হবে তা নিয়ে যথেষ্ট চিন্তায় যাত্রীরা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top