দিনের পর দিন হুহু করে বাড়ছে পেট্রোল ও ডিজেলের দাম। কিন্তু ভাড়া বৃদ্ধি হয়নি। যার যেরে বিপাকে পড়তে হচ্ছে ট্যাক্সি মালিক এবং ট্যাক্সি চালকদের। তাই ভাড়া বৃদ্ধির দাবিতে আজ কলকাতা শহরে কোনও ট্যাক্সির চাকা গড়াবে না। ধর্মঘটের ডাক দিয়েছে AITUC আনুমোদিত ট্যাক্সি সংগঠন।
সপ্তাদের শুরুতেই ট্যাক্সি ধর্মঘট-এর যেরে বিপাকে পরবেন নিত্যযাত্রীরা। তবে ট্যাক্সি সংগঠনের দাবি, বহুবার রাজ্য সরকারের কাছে ভাড়া বৃদ্ধির আবেদন করা হয়েছে। কিন্তু সরকার এই বিষয়ে কোনও রকম পদক্ষেপ নিচ্ছে না। অন্যদিকে অ্যাপ ক্যাব সংগঠনগুলি নিজেদের ইচ্ছেমত ভাড়া বাড়িয়ে নিচ্ছে বলে অভিযোগ উঠছে। যার ফলে বাড়তি ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের।
সংগঠনের তরফ থেকে জানানো হয়েছে, কোলকাতায় আজ প্রায় ১০ হাজার ট্যাক্সি এই আন্দোলনে সামিল হবে। অ্যাপ ক্যাব সংগঠনগুলি ন্যায্য ভাড়া না নেওয়ার প্রতিবাদ করে কিছু কর্মসূচি পালন করবেন তাঁরা। সংগঠনের দাবি তাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে, তাই বাধ্য হয়ে এই আন্দোলনে সামিল হয়েছেন তাঁরা।