বেশ কিছুদিন থেকেই বি-টাউনে গুঞ্জন শোনা যাচ্ছিল, মা হতে চলেছেন দীপিকা পাড়ুকোন। সম্প্রতি পরিচালক সঞ্জয় লীলা বানশালির অফিসের বাইরে দীপিকাকে দেখা গিয়েছিল ঢিলেঢোলা পোশাকে। তারপর থেকেই মাস্তানির মা হওয়ার জল্পনা শুরু হয়।
রবিবার রণবীর এবং দীপিকা লুকিয়ে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে হাজির হন। তবে পাপারাতজিদের ক্যামেরা এড়াতে পারলেননা এই জুটি। গাড়ির ভিতর থেকেই দেখা পাওয়া গেলো তাঁদের। তবে কী সত্যি মা হতে চলেছেন দীপিকা? এখন এই প্রশ্নই ঘোরাফেরা করছে নেটিজেনদের মনে।
লকডাউনে বেশ কিছুটা সময় তাঁর হাতে রয়েছে, তাকেই কি কাজে লাগাতে চায় অভিনেত্রী! বর্তমানে কিং খানের সঙ্গে পাঠান ছবির শুটিং করছেন দীপিকা। এছাড়াও কবীর খানের ৮৩ সিনেমাতেও দেখা যাবে তাঁকে। এরই মাঝে নায়িকার মা হওয়ার জল্পনা কতোখানি সত্যি, তার উত্তর দেবে সময়ই।