সোশাল মিডিয়ায় সেলিব্রিটিদের পোস্ট এবং তাতে কাপুর পরিবারের পোস্ট নেই এমনটা খুব কমই দেখা যায়। কাপুর পরিবারের সবচেয়ে অ্যাক্টিভ সদস্য হলেন করিনা কাপুর। মাস কয়েক আগে দ্বিতীয় বার মা হয়েছেন করিনা। ছোট ছেলের নাম রেখেছেন জেহ। দ্বিতীয় বার মা হাওয়া নিয়ে একটি বইও ইতিমধ্যে লিখে ফেলেছেন লেখিকা করিনা কাপুর।
বাঙালির যেমন দুপুরে খাওয়ার পর ভাত ঘুম নাহলে চলে না ঠিক তেমনই রবিবারের দুপুরে প্রত্যেকের কাছেই বিলাসবহুল হয়ে থাকে। মাংস ভাত খেয়ে রবিবারের দুপুরে লম্বা ঘুম বেশিরভাগ মানুষেরই বাঁধাধরা রুটিন। এই রবিবারের চেনা রুটিন থেকে বাদ পড়েনি কাপুর পরিবারের দুই বোনও। বলি পাড়ার দুই বোন কারিশ্মা কাপুর এবং কারিনা কাপুর খানকেও দেখা গেল সেই চেনা ছকে।
সদ্যই সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো শেয়ার করে নিজেদের রবিবারের দুপুরের স্পষ্ট ছবি তুলে ধরেছেন করিনা তার পোস্ট এ। শেয়ার করা ভাইরাল সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, লাঞ্চের মেনুতে রয়েছে বিভিন্ন রকমের পদ। ধোসা, চকোলেট কেকে এবং চিকেন কারির মতো লোভনীয় পদে জমে উঠেছে তাদের রবিবারের দুপুরের ভোজ। খুশ মেজাজে আরাম করে সেই খাবার খাচ্ছেন দুই বোন। খাওয়া শেষ ১০ সেকেন্ডের মধ্যে লম্বা ঘুমও দিচ্ছেন তারা। এমনভাবেই উদযাপন করলেন তাদের ফ্রেন্ডশিপ ডে। বলি পাড়ার সেলিব্রিটি দুই বোন আসলে একে অপরের প্রিয় বন্ধু।