বিয়ে নিয়ে মুখ খুললেন জাহ্নবী! তিরুপতিতে বিয়ে থেকে ব্যাচেলর পার্টি সবই রেডি

বিয়ে নিয়ে মুখ খুললেন জাহ্নবী! তিরুপতিতে বিয়ে থেকে ব্যাচেলর পার্টি সবই রেডি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
janhvi

বলি সেলেবদের বিয়ে মানেই এখন ডেস্টিনেশন ওয়েডিং। তবে বিয়ে নিয়ে কিছুটা ব্যতিক্রমী ভাবনা সেলেবস্টার জাহ্নবীর। যেকোনো মেয়ের জন্যই বিয়ের দিনটা হয় খুব স্পেশাল। বিয়ে নিয়ে নানান পরিকল্পনা বহু আগে থেকেই মাথায় তৈরী হতে যাই মেয়েদের। আর বিয়ে যদি হয় বলিউড ডিভা শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুরের তাহলে তো আর কোনও কথাই নেই। বিয়ের ভেনু থেকে ডেকোরেশন, ব্যাচেলর পার্টি এবং ওয়েডিং লুক প্রায় সবটা একাই ঠিক করে ফেলেছেন তিনি। তবে কি বিয়ের পিড়িতে বসতে চলেছেন শ্রী- কন্যা? আর পাত্রটি বা কে?

বিয়ে নিয়ে তার সমস্ত পরিকল্পনার কথাই খুলে বললেন জাহ্নবী। তিনি চান তার বিয়ে হক একেবারে সাধারণভাবে এবং রীতি অনুসারে। আর ব্যাচেলর পার্টির আয়োজন করতে চান ইতালির লাগোয়া তিররেনীয় সাগরের ছোট্ট দ্বীপ কেপ্রিতে। অবশ্য বিয়ে হবে তিরুপতিতে। সংগীত এবং মেহেন্দর অনুষ্ঠান হবে তামিলনাড়ুর মালাইপুরে, মায়ের জন্ম স্থানেই প্রাক বিয়ের অনুষ্ঠান সারতে চান জাহ্নবী।

বিয়ে নিয়ে যথেষ্ট উতসাহ থাকলেও রিসেপশন নিয়ে খুব একটা বড়ো কিছু করতে চান না সে। এই প্রসঙ্গে তিনি সোজাসুজি বলেন,’ ওটা কি খুব জরুরি, না , তো…. দরকার নেই’। জুঁই ফুলের ডেকোরেশনে বিয়ের ভেনু হবে সবেকিয়ানার ছোয়ায়। তবে সবটা ঠিক করলেও পাত্র কিন্তু এখনও ঠিক করে উঠতে পারেননি জাহ্নবী। পাত্র প্রসঙ্গে তিনি বলেন, ‘ আমার বড় এমন মানুষ হবে যার মন খুব ভালো হবে, যদিও এখনও পর্যন্ত এমন কাউকে খুঁজে পাইনি, তবে জলদি পাবো’।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top