হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের আকাশ এখন পরিষ্কারই থাকবে। তবে কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের আকাশে মেঘের ঘনঘটা। ভারী বৃষ্টিপাত হতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে।
নিম্নচাপ ধীরে ধীরে সরে যেতেই দক্ষিণবঙ্গের বাতাসে জায়গা করে নিচ্ছে আদ্রতা। যার যেরে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হওয়ার পাশাপাশি, অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হছে। এখন আপাতত ৩০ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই দক্ষিণবঙ্গের তাপমাত্রা ঘোরাফেরা করবে। তবে উত্তরবঙ্গে জারী থাকবে বৃষ্টির আবহাওয়া।
গতকাল কলকাতা শহরের সর্বচ্চ তাপমাত্রা ছিল ৩৩.১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আদ্রা ছিল প্রায় ৯২ শতাংশ। বৃষ্টিপাত হয়নি বললেই চলে। আজকের সর্বচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাতাসে মেঘ থাকলেও, অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে।