আগস্টের প্রায় অর্ধেক দিনই বন্ধ থাকবে ব্যাঙ্ক। এবার ১৫ দিনের জন্য বন্ধ হতে চলেছে ব্যাঙ্ক। বেসরকারি, রাষ্ট্রায়ত্ত সব ব্যাঙ্কই বন্ধ থাকবে। রিজার্ভ ব্যাঙ্ক এর ক্যালেন্ডারে ছুটির তালিকা অনুযায়ী, বিভিন্ন ছুটির কারণে ব্যাঙ্ক বন্ধ থাকবে ১৫ দিন। যদিও চালু থাকবে অনলাইন ব্যাঙ্ককিং পরিষেবা।
ব্যাঙ্ক এর যাবতীয় গুরুত্বপূর্ণ কাজ মিটিয়ে নিন সময় থাকতে। আগস্ট মাস জুড়ে দেশের বিভিন্ন প্রান্তে নানারকম অনুষ্ঠান, উৎসব আছে। সেই ছুটির তালিয়া অনুসারে ১৫ দিনের জন্য ব্যাঙ্ক এর সমস্ত কাজ স্থগিত থাকবে, কার্যত বন্ধ থাকবে ব্যাঙ্ক।
রাজ্য অনুযায়ী ছুটির তালিকা আলাদা আলাদা হয়। তাই সার্বিকভাবে দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন দিন ছুটি আছে। সবচেয়ে বেশি ছুটি রয়েছে কোচি ও তিরুবনন্তপুর মে। এক নজরে দেখে নিন আগস্ট মাসে ব্যাঙ্ক এর সম্পূর্ণ ছুটির তালিকা।
মোট ৭ দিন সাপ্তাহিক ছুটি। ১ আগস্ট: রবিবার, ৮ আগস্ট: রবিবার, ১৪ আগস্ট:২য় শনিবার, ১৫ আগস্ট: রবিবার, ২২ আগস্ট: রবিবার, ২৮ আগস্ট: ৪র্থ শনিবার, ২৮ আগস্ট: রবিবার।
শনিবার ও রবিবার বাদেও বিভিন্ন উৎসবের কারণে বন্ধ থাকছে ব্যাঙ্ক। ১৩ আগস্ট: প্যাট্রিয়টস ডে, ১৬ আগস্ট: পারসি নববর্ষ, ১৯ আগস্ট: মহরম, ২০ আগস্ট: মহরম/ ওনাম, ২১ আগস্ট: থিরুভেনাম,২৩ আগস্ট: শ্রী নারায়নগুরু জয়ন্তী, ৩০ আগস্ট: জন্মাষ্টমী, ৩১ আগস্ট: কৃষ্ণ অষ্টমী।