কাঠুয়ায় রঞ্জিত সাগর বাঁধের কাছে ভেঙে পড়ল ভারতীয় সেনার হেলিকপ্টার। ঘটনাটি ঘটে মঙ্গলবার কাশ্মিরের জম্মুতে। বাঁধের উপর দিয়ে যাচ্ছিল ভারতীয় সেনার সেই উড়ান। হটাৎ ভেঙে পড়ে কপ্টারটি। ঘটনাস্থলে উদ্ধারকাজে পৌঁছায় নিরাপত্তাবাহিনী।
ভারতীয় সেনার সেই হেলিকপ্টারে কতজন ছিল তা এখনই জানা যাচ্ছে না। ঘটনায় আহতের সংখ্যাও স্পষ্ট বলতে পারছেন না উদ্ধারকর্মীরা। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর একটি দল উদ্ধারকাজে নেমেছে। যদিও খবর সূত্রে জানা গেছে, তিনজন আরোহী ছিলেন সেই হেলিকপ্টারে।
সেনাবাহিনীর হেলিকপ্টার নিয়ম মাফিক টহল দেওয়ার সময় হটাৎ ভেঙে পড়ে যায় জলের মধ্যে। এন ডি আর এফের তরফে জানানো হয় হয়েছে, এটি কোনও যান্ত্রিক ত্রুটি নাকি এই ঘটনার পিছনে রয়েছে অন্য কোনও কারণ, তা খতিয়ে দেখা হচ্ছে।