প্রায় ৪০ বছর পর ফের অলিম্পিকে সোনাজয়ের কাছাকাছি পৌঁছেছিল ভারতীয় হকি দল। এরই মধ্যে মিরাবাই চানু অলিম্পিকে রূপো এনে দিয়েছে দেশকে। অলিম্পিকে পুরুষ হকি দলের নতুন ইতিহাস গড়া দেখতে অধীর ছিল আট থেকে আশি সকলেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে ভারতীয় সেনাবাহিনী সকলেরই বিপুল সমর্থন ছিল মনপ্রীতদের জন্য।
খেলা শুরুর আগেই ভারতীয় হকি দলের উদ্দেশ্যে, টুইটার শুভেচ্ছা বার্তায় ভরে ওঠে। কিন্তু সেমিনালে তাদের পরাজয় সবাইকেই হতাশ করে। ভারত ও বেলজিয়ামের সেই খেলায় ভারত ২-৫ গোলে হেরে যায়।
অলিম্পিকে সোনা জিতে আনতে না পারলেও দেশবাসীর জন্য গর্বের মুহূর্ত এনে দেয় ভারতীয় হকি দল। ওইদিন ম্যাচ শেষে প্রধানমন্ত্রী টুইটারে লেখেন, ‘ জয় বা পরাজয় জীবনের অঙ্গ। আমাদের হকি টিম টোকিও অলিম্পিকে তাদের সেরাটা দিয়েছে। আর সেটাই আসল কথা। পরের ম্যাচ এবং ভবিষ্যতের জন্য ভারতীয় হকি দলকে শুভেচ্ছা। দেশ গর্বিত আমাদের খেলোয়াড়দের খেলায়।’