বলিউডে হামেশাই সেলিব্রিটি জুটিরা নিজেদের ব্যক্তিগত জীবন সম্পর্কে খোলামেলা কথা বলতে পছন্দ করেন না। কিন্তু এবার দেখা গেল এবারে ব্যতিক্রমী দৃশ্য। রিয়েল লাইফের প্রেম পর্ব এবার ফুটে উঠবে রিল লাইফে। সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আডবাণীর বাস্তব রসায়ান এবার দেখতে পারবেন দর্শকেরা বড়পর্দায়।
সদ্য প্রকাশ্যে এসেছে শেরশাহ ছবি তৈরির কিছু নেপথ্য দৃশ্য। কার্গিল যুদ্ধের নায়ক ক্যাপ্টেন বিক্রম বাত্রার জীবনী ঘিরে তৈরি হয়েছে শেরশাহ ছবির চিত্রনাট্য। ছবিটি পরিচালনা করেছেন বিষ্ণু বর্ধন। এই ছবিতে প্রথমবার সিদ্ধার্থ ও কিয়ারা একে অপরের বিপরীতে কাজ করেছেন। ছবির ফার্স্ট লুক থেকে শুরু করে টিজার ও ট্রেলার প্রকাশ্যে আসার পর থেকেই তা দর্শকদের চর্চায় এসেছে। এছাড়া এই ছবির গানও বেশ প্রশংসা কুড়িয়েছে সিনেমা ভক্তদের।
শেরশাহ ছবির কিছু দৃশ্য প্রকাশ্যে আসতে সিদ্ধার্থের ভরে ভরে প্রশংসা করেছেন তাঁর লেডি লাভ কিয়ারা। প্রশংসায় পঞ্চমুখ হয়ে তিনি বলেন, এই ছবিতে সিদ্ধার্থ নিজের চরিত্র ফুটিয়ে তুলতে তাঁর একশ শতাংশ দিয়েছেন। রিয়েল লাইফ ক্যাপ্টেনের জীবনকে দর্শকদের কাছে মেলে ধরতে রক্ত জল এক করে পরিশ্রম করেছেন অভিনেতা। কিয়ারা আরও বলেন, বিক্রম বাত্রার বীরত্ব, সাহস, পরিশ্রম এবং দেশপ্রেমের গল্পই ফুটে উঠবে এই ছবিতে। আগামী ১২ আগস্ট থেকে অ্যামাজন প্রাইমে দেখা যাবে শেরশাহ।