জাতীয় স্তরে বিজেপির বিরুদ্ধে লড়াই, তৃণমূলের সঙ্গ দিতে প্রস্তুত সিপিআইএম

CPIM

CPIM

বেশ কিছুদিন আগেই জাতীয় স্তরে তৃণমূলের জোটে সিপিআইএম-এর আপত্তি নেই বলে জানিয়ে দিয়েছিলেন বাবফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। এরপরই আরও একধাপ এগিয়ে সিপিআইএম-এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র স্পট করে দিলেন দিজেপির বিরুদ্ধে লড়াই করতে জাতীয় স্তরে তৃণমূলকে সঙ্গে দিতে তৈরি বামফ্রন্ট।

সূর্যকান্তের মতে সারা দেশে বিরোধীরা একজোট হতে পারলে ভালো হয়। রাজ্যের থেকে দিল্লির ক্ষমতা গুরুত্বপূর্ণ। এর আগে বিমান বসু বলেছিলেন বিজেপি ছাড়া যে কোনও দলের সঙ্গে কাজ করতে প্রস্তুত তাঁরা। এবারে সূর্যকান্তের বক্তব্যে পরিষ্কার হয়ে গেলো, আগামী লোকসভায় তৃণমূলের সঙ্গে কাজ করতে দেখা যাবে বামফ্রন্টকে।

অন্যদিকে রাজ্যে তৃণমূলের সঙ্গে সমঝোতা করতে নারাজ বামব্রিগেড। রাজ্যে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে আগের নীতিতেই লড়াই চলবে বলে জানিয়ে দেন সিপিআইএম-এর রাজ্য সম্পাদক। এখন দেখার বিষয় হলো বামফ্রন্টের পক্ষ থেকে সবুজ সংকেত পাওয়া গেলেও তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় কী করেন।