প্রকাশ্যে দিঘার সমুদ্র সৈকতে মহিলা পর্যটককে ইভটিজিং, গ্রেফতার ৭ যুবক

প্রকাশ্যে দিঘার সমুদ্র সৈকতে মহিলা পর্যটককে ইভটিজিং, গ্রেফতার ৭ যুবক

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
crime

crime

প্রকাশ্যে দিঘায় বেড়াতে আসা এক মহিলা পর্যটককে ইভটিজিং করার অভিযোগ উঠলো ৭ জন যুবকের বিরুদ্ধে। ওই ৭ জন যুবকও পর্যটক। বৃহস্পতিবার ধৃতদের কাঁথি মহকুমা আদালতে নিয়ে যাওয়া হয়। ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যপক চাঞ্চল্য ছরিয়েছে।

পুরিশ সূত্রের খবর অনুযায়ী হুগলি থেকে পরিবারের সঙ্গে বেড়াতে আসেন ওই মহিলা। বুধবার সন্ধ্যে নাগাদ সমুদ্র সৈকতের ধারে বেড়াতে আসেন তাঁরা। সেই সময় ওই ৭ যুবক মহিলাকে রীতিমতো উত্তেজিত করে বলে অভিযোগ। এমনিতেই করা বিধিনিষেধের জেরে এখন প্রায় পর্যটন শূন্য রয়েছে দিঘা। এই সুযোগেই ওই মহিলার উপর চরাও হয় ওই যুবকের দল।

অন্যদিকে একদল মহিলাও সেই সময় ওখানে ছিলেন। তাঁরা যুবকদের বাঁধা দিলেও তার শোনে না। অনেকবার প্রতিবাদ করেও যখন কোনও ফল হয়নি সেই সময় পুলিশের দ্বারস্থ হন মহিলারা। এর পরেই ওই ৭ অভিযুক্তকে আটক করে দিঘা থানার পুলিশ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top