আবারও বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টির দাপট দুই বঙ্গে। শনিবার কলকাতা সহ শহরতলীর একাধিক জায়গায় আকাশ মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ইতিমধ্যেই একটানা বর্ষণে জলমগ্ন কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকাগুলি। শনিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গে। তবে আপাতত গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী কয়েকদিনে মৌসুমী অক্ষরেখা উত্তর দিকে সরে যাবে।
জল যন্ত্রণার একাধিক চরিত্র দেখার পরে ফের বৃষ্টির পূর্বাভাস আশঙ্কা বাড়াচ্ছে সকলেরই। শনিবার বেলার দিকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হলেও মূলত মেঘলা থাকবে আকাশ। বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে। সবচেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা পশ্চিমের জেলাগুলিতে। রবিবার বৃষ্টির বেগ বাড়তে পারে কালিম্পং আলিপুরদুয়ার সহ উত্তরবঙ্গের একাধিক জেলায়।
সোমবার থেকে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা জারি করেছে হাওয়া অফিস। পাশাপাশি দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।