বিমানের কার্গো হেডারে সাপ! মুহূর্তে ছড়ালো আতঙ্ক

বিমানের কার্গো হেডারে সাপ! মুহূর্তে ছড়ালো আতঙ্ক

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
snake

snake

পর্দার চিত্রনাট্য এবার বাস্তব জীবনে। ডেভিড আর ইলিস পরিচালিত হলিউড সিনেমা স্নেকস অন আ প্লেন মুক্তি পেয়েছিল ২০০৬ এ। সেই সিনেমায় দেখানো হয়েছিল একটি যাত্রী ভর্তি বিমান জুড়ে বিষধর সাপের দাপট। এবার সেই দৃশ্যই যেনো রূপ পেল বাস্তবে। তাও আবার কলকাতা বিমানবন্দরে।

বৃহস্পতিবার সন্ধ্যায় একটি বেসরকারি সংস্থার বিমান রায়পুর থেকে কলকাতায় এসে পৌঁছয়। আর তার পর সেই বিমানটি কলকাতা থেকে মুম্বাই যাওয়ার কথা ছিল। বিমান ওড়ার কিছুক্ষন আগে ওই বিমানের কার্গোতে পণ্য রাখতে যান বিমান কর্মীরা। কিন্তু সেখানে ঢুকতেই একেবারে কর্মীদের চক্ষুচড়ক গাছ। কর্মীরা দেখেন, কার্গো হেডারের ভিতরে ঝুলছে একটি বড় আকারের সাপ। তবে বিষয়টি অতটা সিনেমার মতো ভয়াবহ ছিল না। কিন্তু তাতেও বেশ আতঙ্কের সৃষ্টি হয়।

বিমান কর্মীরা জানান, বিমানটি রায়পুর থেকে কলকাতা অবতরণের পর যখন তারা মালপত্র বের করে আনছিলেন, তখন তারা কোনও সাপ দেখতে পাননি। ঘটনাটি ঘটার পর অবিলম্বে খবর দেওয়া হয় বন বিভাগে। কিছু সময় যেতেই বন বিভাগের একটি দল এসে উদ্ধার করে সাপটিকে। এরপরে জীবাণুমুক্ত করা হয় বিমানটিকে। আতঙ্কের জেরে এবং পরিস্থিতির কারণে ওই বিমানে সওয়ার যাত্রীদের অন্য বিমানে মুম্বই পাঠানো হয়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top