মায়া কাটিয়ে ফের তৃণমূলমুখী রাজীব বন্দ্যোপাধ্যায়? বিধানসভা ভোটের আগেই দল বদলে ছিলেন তিনি। তবে নির্বাচনী ভোটে বিপুল ভোটে পরাজয়ের পর থেকে শোনা যাচ্ছিল ব্যতিক্রমী সুর। গত শুক্রবার সেই জল্পনা আরও জোরালো হল। এবার অভিষেকের দরবারে হাজিরা দিলেন রাজীব।
খবর সূত্রে জানা গিয়েছে, এদিন ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসে যান রাজীব। প্রায় ৩০ মিনিট ধরে কথাবার্তা হয় দুজনের। ভোটের আগে চাটার্ড বিমানে চেপে দিল্লি গিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। তবে ডোমজুর এলাকায় পরাজিত হাওয়ার পর থেকেই বাড়তে থাকে দলের সঙ্গে তাঁর দূরত্ব। তারপর কোনোরকমের দলীয় কর্মসূচিতে অংশ নেননি তিনি।
সম্প্রতি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের বাড়ি গিয়েছিলেন রাজীব। তারপর পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে দেখা গিয়েছিল তাকে। তৃণমূল সূত্রে খবর, ভোটের আগেই দল ছাড়াদের ফিরিয়ে নেওয়া নিয়ে নরমপন্থী ও চরমপন্থী ভাগ করে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলে ফের কাকে ফিরিয়ে নেওয়া হবে সেই দায়িত্ব দেওয়া হয়েছে কুণাল ঘোষ, ফিরহাদ হাকিম ও অভিষেককে। তবে রাজীব এখনই তৃণমূলে ফিরছেন কিনা সেবিষয়ে এখনি মিটছে না ধোয়াশা।