জলের দরে বিক্রি হচ্ছে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্পের সবুজ সাথী, কোথায় দাঁড়িয়ে রাজ্যের অর্থনীতি

জলের দরে বিক্রি হচ্ছে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্পের সবুজ সাথী, কোথায় দাঁড়িয়ে রাজ্যের অর্থনীতি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
cycle

cycle

দেশে করোনা থাবা বসানোর পর থেকেই বন্ধ সব স্কুল। প্রায় দের বছর ধরে স্কুলে যেতে পারছে না ছাত্রছাত্রীরা। কার্যত বাড়িতে পড়েই নষ্ট হচ্ছে রাজ্য সরকারের স্বপ্নের প্রকল্প সবুজ সাথী সাইকেল। সেই নষ্ট হওয়া সাইকেল জলের দরে বিক্রি করে দিচ্ছেন ছাত্রছাত্রীর অভিভাবকরা। ফেরিওয়ালার কাচ্ছে এখন হামেশাই দেখা মিলছে সবুজ সাথী সাইকেলের।

২০২০ থেকে লকডাউনের যেরে কাজ খুয়িয়েছেন বহু মানুষ। রাজ্য তথা দেশের অর্থনৈতিক পরিকাঠামো ভেঙে পড়েছে। যার ফলে চরম আর্থিক সংকটের মুখে পড়েছেন বহু সাধারণ মানুষ। অন্যদিকে সেই সময় থেকেই বন্ধ স্কুল, কলেজ সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান। রাজ্যের স্বপ্নের প্রকল্প সবুজ সাথী, ছাত্রছাত্রীদের যাতায়াতের সুবিধার জন্য চালু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তবে অতিমারি পরিস্থিতিতে এখনও বন্ধ সব শিক্ষা প্রতিষ্ঠান। ছাত্রছাত্রীদের বাড়িতে থেকেই নষ্ট হচ্ছে সবুজ সাথীর সাইকেল। তাই সাইকেল যাতে পড়ে থেকে নষ্ট না হয় এবং কিছুটা হলেও যাতে আর্থিক সাহায্য হয়, সেই কথা মাথায় রেখে সাইকেল জলের দরে বিক্রি করে দিচ্ছেন অনেকেই। মুখ্যমন্ত্রীর স্বপ্নের সাইকেল এখন ফেরিওয়ালার কাছে বিকচ্ছে ২০০ থেকে ২৫০ টাকায়। এই পরিস্থিতি আবারও রাজ্য সহ দেশের অর্থনৈতিক পরিস্থিতির উপর প্রশ্ন তুলছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top